সিক্স ডেস্ক- অনলাইনে সাংবাদিকতার কোর্স “সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম “এ ভর্তি প্রক্রিয়া শুরু ।
অনলাইন সার্টিফিকেট কোর্স অন বেসিক জার্নালিজম কোর্সটি গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকতায় আগ্রহী সাংবাদিক, গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। কোর্সটির মাধ্যমে গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা সাংবাদিকতা বিষয়ে জরুরি প্রাথমিক জ্ঞান অর্জনে সক্ষম হবেন।
কোর্সের বিবরণ
অনলাইন সার্টিফিকেট কোর্স অন বেসিক জার্নালিজম কোর্সটিতে আপনাকে স্বাগতম। ইনষ্টিটিউট অব মাস কমিউনিকেশন ফ্লিম এবং টেলিভিশন ষ্টাডি কলকাতা ও চ্যানেল সিক্স যৌথভাবে কোর্সটি চালু করেছে।
প্রশিক্ষণটিতে একজন প্রশিক্ষণার্থী তার সুবিধামত সময়ে কম্পিউটার বা মোবাইল দিয়ে ইন্টারনেটে সংযুক্ত হয়ে প্রতি সপ্তাহে ২ দিন ১-২ ঘন্টা সময় ব্যয় করেই কোর্সটি সম্পন্ন করতে পারবেন। প্রশিক্ষণে ১২ টি পাঠ্যতালিকা থাকবে। প্রতি সপ্তাহে এক বা একাধিক পাঠ্যতালিকা শিক্ষার্থীর জন্য উন্মুক্ত হবে। প্রত্যেক পাঠ্যতালিকায় এক বা একাধিক অডিও-ভিজুয়াল লেকচার থাকবে।
কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর আপনি ইনষ্টিটিউট অব মাস কমিউনিকেশন ফ্লিম এবং টিলিভিশন ষ্টাডি কলকাতা – এর প্রধান কর্তৃক স্বাক্ষরিত একটি সনদ অর্জন করতে পারবেন। সনদটি অনলাইনে ডাউনলোড করার পাশাপাশি সুনিদৃষ্ট ফি পরিশোধের মাধ্যমে ঘরে বসে সনদের হার্ড কপিও সংগ্রহ করার সুযোগ থাকবে। কোর্স সংক্রান্ত যেকোনো প্রশ্ন, মন্তব্য, পরামর্শ জানাতে পারবেন চ্যানেল সিক্স ওয়েবসাইটের ‘আলোচনা’ অংশে।
কোর্সের উদ্দেশ্য
১. সাংবাদিকতা বিষয়ে গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থী দক্ষতা বৃদ্ধি করা।
২. সাংবাদিকতার সাথে যুক্ত সাংবাদিকদের সাংবাদিকতায় নীতি নৈতিকার বিষয়ে সচেতন করা।
৩. ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকদের সাংবাদিকতা বিষয়ে দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করা।
৪. বাংলাদেশের গণমাধ্যম শিল্পে যোগ্য ও দক্ষ মানবসম্পদ তৈরি করা।
পাঠতালিকা
১.১ সাংবাদিকতা কী?
১.২ পেশা হিসেবে সাংবাদিকতা
১.৩ সাংবাদিকতার ধরন ও প্রকরণ
১.৪ সাংবাদিকের গুণাবলী
+২। গণমাধ্যম ও সাংবাদিকতা
২.১। গণমাধ্যমের মালিকানা ও সংবাদপত্র
২.২। গণমাধ্যম প্রতিষ্ঠান ব্যবস্থাপনা
২.৩। বিভিন্ন ধরনের গণমাধ্যম: সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন
৩ পাঠ
+৩। সাংবাদিকতার ইতিহাস
৪.১। সংবাদ কী? সংবাদ সংজ্ঞায়ন ও সংবাদের বৈশিষ্ট্য
৪.২। সংবাদের ধরন: ভৌগলিক, চরিত্র বা প্রকৃতিগত এবং পরিবেশনগত শ্রেণি
৪.৩। সংবাদের উপাদান ও মূল্য, সংবাদ রসায়ন ও সংবাদ গণিত
৪.১। সংবাদ কী? সংবাদ সংজ্ঞায়ন ও সংবাদের বৈশিষ্ট্য
৪.২। সংবাদের ধরন: ভৌগলিক, চরিত্র বা প্রকৃতিগত এবং পরিবেশনগত শ্রেণি
৪.৩। সংবাদের উপাদান ও মূল্য, সংবাদ রসায়ন ও সংবাদ গণিত
+৫। সংবাদের উৎস
+৬। সংবাদ সূচনা
৬.১। সংবাদ সূচনা কী ও সংবাদ সূচনার কাজ
৬.২। বিভিন্ন ধরনের সংবাদ সূচনা
৬.৩। সংবাদ সূচনা লেখার কৌশল
+৭। সংবাদ কাঠামো
৭.১। সংবাদের মৌলিক কাঠামো
৭.২। উল্টো পিরামিড কাঠামো
৭.৩। সংবাদ কাঠামোর রকমফের, কাঠামো অনুযায়ী সংবাদ লেখার কৌশল
+৮। সাক্ষাৎকার ও সংবাদ শিরোনাম
৮.১। সাক্ষাৎকার কী, সাক্ষাৎকারের ধরন ও প্রকরণ, প্রস্তুতি ও প্রোডাকশন পর্ব
৮.২। সাক্ষাৎকার গ্রহীতার জন্য পরামর্শ, সাক্ষাৎকার থেকে সংবাদ
৮.৩। সংবাদ শিরোনাম কী, সংবাদ শিরোনামের কাজ
৮.৪। বিভিন্ন ধরনের সংবাদ শিরোনাম, সংবাদ শিরোনাম লেখার কৌশল
১০.১। উন্নয়ন সাংবাদিকতা
১০.২। অনুসন্ধানী সাংবাদিকতা
১০.৩। মোবাইল সাংবাদিকতা
১০.৪। বিজ্ঞান সাংবাদিকতা
১১.১। সাংবাদিকতায় নীতিমালা
১১.২। সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আইন
১১.৩। সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা
১১.৪। শিশুদের জন্য নীতিমালা
কোর্স ফি
৳ ১০০০/
অনলাইন সার্টিফিকেট কোর্স অন বেসিক জার্নালিজম
রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ : ২০ আগষ্ট ২০২০
কোর্স শিখন কার্যক্রম শুরু : ২৫ আগষ্ট ২০২০
কোর্সের মেয়াদ : ১ মাস
সনদ প্রাপ্তি : ১৫ সেপ্টেম্বর ২০২০
ইমেইল- institutemassmedia@gmail.com
অনুসন্ধান- 01742 884665
Be the first to write a comment.